আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি সেনাক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪
ইসরায়েলে সামরিক বাহিনীর একটি ক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলায় চার সেনা নিহত হয়েছে। এ হামলায় সাত সেনা সদস্যসহ আরো ৬৭ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর আল-জাজিরার।
ইসরায়েলের দক্ষিণাঞ্চল হাইফার বেনইয়ামিনা এলাকায় গোলান ব্রিগেড ক্যাম্পের প্রশিক্ষণ শিবিরে এই হামলা চালানো হয়। এলাকাটি ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
এ হামলার ব্যাপারে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলি হামলার পাল্টা প্রতিক্রিয়ায় এই ড্রান হামলা চালানো হয়।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় ৬১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। পরবর্তী সময়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় ৬৭ জন আহত হয়েছেন।
"