আন্তর্জাতিক ডেস্ক
তৃতীয় দফায় হত্যার প্রচেষ্টা থেকে বাঁচলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয়বারের মতো হত্যার প্রচেষ্টা ‘সম্ভবত প্রতিরোধ’ করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার কোচেল্লায় রবিবার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে দুটি বন্দুকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির কাছ থেকে লোডেড আগ্নেয়াস্ত্রসহ একাধিক জাল পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রের রিভারসাইড কাউন্টি শেরিফ চাদ বিয়ানকো বলেছেন, সপ্তাহান্তে রিপাবলিকান প্রার্থীর ক্যালিফোর্নিয়া প্রচার সমাবেশের কাছে অনিবন্ধিত আগ্নেয়াস্ত্রসহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার পরে আইন প্রয়োগকারী কর্মকর্তারা সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয় হত্যার প্রচেষ্টা প্রতিরোধ করেছে।
স্থানীয় সময় রবিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চাদ বিয়ানকো বলেন, ডেপুটিরা একদিন আগে কোচেল্লা শহরে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টের অনুষ্ঠানের বাইরে ওই লোকটিকে থামিয়েছিল।
বিয়ানকো বলেন, সন্দেহভাজন ব্যক্তি ‘বিভিন্ন নামের একাধিক পাসপোর্ট, একটি জাল লাইসেন্স প্লেটসহ অনিবন্ধিত গাড়ি এবং লোডেড আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে হাজির হয়েছিল’।
শেরিফ সাংবাদিকদের বলেন, ‘আপনি যদি এখনই আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে বলব- আমাদের ডেপুটিরা সম্ভবত (ট্রাম্পকে) তৃতীয়বারের মতো হত্যার চেষ্টাকে প্রতিরোধ করেছে।’
এর আগে শেরিফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নেভাদার বাসিন্দা ভেম মিলার হিসেবে চিহ্নিত ৪৯ বছর বয়সি এক ব্যক্তিকে কোনো ঘটনা ছাড়াই হেফাজতে নেওয়া হয়েছিল। দুটি বন্দুক এবং একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন পাওয়ার পর মিলার অভিযোগের মুখোমুখি হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন এবং ২০২৫ সালের ২ জানুয়ারি তার আদালতে হাজির হওয়ার কথা ছিল।
অবশ্য সাউদার্ন ক্যালিফোর্নিয়া নিউজ গ্রুপের সঙ্গে এক সাক্ষাৎকারে মিলার নিজেকে একজন ট্রাম্প সমর্থক দাবি করে বলেছেন, সাবেক প্রেসিডেন্টের ক্ষতি করার এই অভিযোগ সম্পূর্ণ বাজে কথা। আমি একজন শিল্পী এবং আমিই শেষ ব্যক্তি যে কি না কারো জন্য কোনো ধরনের ক্ষতির কারণ হব না।
এর আগে পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলিবর্ষণের মাধ্যমে প্রথমবার তাকে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। যদিও গুলি সে সময় ট্রাম্পের কানে লাগে। এরপর ফ্লোরিডায় ট্রাম্পের ওপর দ্বিতীয়বার হামলার চেষ্টা করা হয়।
ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় মাঠে গলফ খেলার সময় কাছেই ঘটেছিল গোলাগুলির ঘটনা। এতে সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, কিন্তু পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এফবিআই সে সময় জানিয়েছিল, তারা এই ঘটনাটিকে ট্রাম্পকে হত্যার চেষ্টা হিসেবেই বিবেচনা করছে এবং সেই অনুযায়ী এই ঘটনার তদন্ত করছে।
পায়ের তলায় মাটি সরছে কমলার, ঘুরে দাঁড়াচ্ছেন ট্রাম্প : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি নেই তিন সপ্তাহও। এত দিন জনপ্রিয়তার পারদ ক্রমেই চড়ছিল ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের। অন্যদিকে দিনে দিনে কমছিল রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সমর্থন। তবে হঠাৎ করেই ঘুরে দাঁড়িয়েছেন ট্রাম্প। আর পায়ের তলার মাটি কিছুটা বালির মতো সটকে যাচ্ছে কমলার। সর্বশেষ জনমত যাচাই জরিপের ফল এমন আভাসই দিচ্ছে। খবর আল-জাজিরার।
জরিপ বলছে, ডেমোক্রেটিক ও রিপাবলিকান ভোটের এক মাসেরও কম সময়ের মধ্যে জনমতে এক জায়গায় অর্থাৎ, সমানে এসে আটকে গেছেন। এত দিন জরিপে কমলা কিছুটা এগিয়ে থাকলেও ট্রাম্প সেই ব্যবধান ঘুচিয়ে এনেছেন।
"