আন্তর্জাতিক ডেস্ক

  ১২ অক্টোবর, ২০২৪

গাজায় ইসরায়েলের গণহত্যা মানবতার লজ্জা : এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজা উপত্যকায় এক বছর ধরে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তা সমগ্র মানবতার জন্য লজ্জাজনক একটি ঘটনা। বৃহস্পতিবার আলবেনিয়ার রাজধানী তিরানায় দেশটির প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি।

এরদোয়ান বলেন, ‘গাজায় গত এক বছর ধরে যে গণহত্যা চলছে, তা সমগ্র মানবতার জন্য একটি সর্বজনীন লজ্জা। এই কারণে আন্তর্জাতিক সম্প্রদায় হিসাবে আমাদের স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। গাজায় মানবিক সহায়তা প্রদান এবং ইসরায়েলের উপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close