আন্তর্জাতিক ডেস্ক
গাজার স্কুল আশ্রয়কেন্দ্রে হামলা নিহত ২৮
গাজার একটি স্কুল আশ্রয় কেন্দ্রে বৃহস্পতিবার ভরদুপুরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৫৪ জন। স্কুলটিতে হাজারো ফিলিস্তিনি উদ্বাস্তু আশ্রয় নিয়েছিলেন। খবর বিবিসি ও আল জাজিরার।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য গাজার দেইর আল বালাহ শহরে অবস্থিত রুফাইদা স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কোনো ধরনের সতর্ক সঙ্কেত বা হুঁশিয়ারি ছাড়াই এ হামলা চালানো হয়।
হতাহতদের নিয়ে যাওয়া হয়েছে মধ্য গাজার আল-আকসা হাসপাতালে। ইসরায়েলি বাহিনীর হামলায় কয়েক দফায় ধ্বংসের শিকার হয়েছে হাসপাতালটিও। তারইমধ্যে কোনো রকমে আংশিক চিকিৎসা সেবা টিকে আছে সেখানে।
হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, আমরা এখন পর্যন্ত ২৮ জনের লাশ পেয়েছি। আহত বেশ কয়েকজনকে আনা হয়েছে। অ্যাম্বুলেন্স আরও আহতদের নিয়ে আসছে। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় খান ইউনিসে চারজন এবং জাবালিয়া শরণার্থী শিবিরে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
"