আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ অক্টোবর, ২০২৪

ফ্লোরিডার আঘাত হানছে হ্যারিকেন মিল্টন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগিয়ে যাচ্ছে হ্যারিকেন মিল্টন। সোমবার এটি ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেয়। শক্তিশালী এ সামুদ্রিক ঝড়টি পশ্চিমাঞ্চলীয় গালফ উপকূল আঘাত হানবে বলে জানিয়েছে আবহাওয়াবিষয়ক সংস্থা ওয়েদার ডটকম। খবর সিবিএস নিউজের।

ফ্লোরিডার টেম্পা বের জাতীয় আবহাওয়া সার্ভিস এক বিবৃতিতে বলেছে, ফ্লোরিডার পশ্চিম উপকূলের জন্য মিল্টন হতে যাচ্ছে একটি ঐতিহাসিক হ্যারিকেন। হ্যারিকেনটি আঘাত হানার সময় সেখানে জলোচ্ছ্বাস, শক্তিশালী বাতাস এবং বৃষ্টির প্রভাবে বন্যা দেখা দিতে পারে।

ঝড় ও বৃষ্টির পানিতে প্লাবিত হতে পারে- এমন অঞ্চলের সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন এবং দিকনির্দেশনা মানার আহ্বান জানিয়েছে জাতীয় আবহাওয়া সার্ভিস। সংস্থাটি সতর্কতা দিয়ে বলেছে, হ্যারিকেন মিল্টনের কারণে ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close