আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ অক্টোবর, ২০২৪

ভারতকে বন্ধুত্বের বার্তা দিলেন মুইজ্জু

ভারতকে মালদ্বীপের বন্ধু রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। বন্ধুত্ব ও সুসম্পর্কের বার্তা দিয়ে বলেছেন, মালদ্বীপ সরকার ভারতের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হতে দেবে না।

চার দিনের সফরে রোববার ভারতে যান মহম্মদ মুইজ্জু। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই তার ভারতে প্রথম সফর। রবিবারই তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। গতকাল সোমবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাজঘাটেও যান গান্ধীজির সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেছেন, মালদ্বীপ এমন কিছু কখনো করবে না যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয়। মালদ্বীপ-ভারতের সম্পর্ক পারস্পরিক সম্মান ও আগ্রহের ভিত্তিতে গড়ে উঠেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close