আন্তর্জাতিক ডেস্ক
করাচিতে সন্ত্রাসী হামলায় দুই চীনা নাগরিক নিহত
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় দুই চীনা নাগরিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এ হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালে এক বিবৃতিতে পাকিস্তানে চীনা দূতাবাস এ কথা জানিয়েছে। খবর বিবিসির।
পাকিস্তানে চীনা দূতাবাস বলেছে, করাচি বিমানবন্দর হিসেবে পরিচিত জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে চীনা নাগরিকদের বহনকারী গাড়ি বহরে হামলার পর অন্তত দুই নাগরিক নিহত এবং তৃতীয়জন আহত হয়েছে।
দূতাবাস বলেছে, চীনের ওই নাগরিকরা করাচির পোর্ট কাসিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানিতে কর্মরত ছিলেন। হামলায় চীনা তিনজন হতাহত ছাড়াও পাকিস্তানের আরো অন্তত ১০ জন আহত হয়েছে।
চীনা দূতাবাস এক বিবৃতিতে ‘সন্ত্রাসী হামলার’ তীব্র নিন্দা জানিয়েছে এবং পাকিস্তান কর্তৃপক্ষকে এই হামলার যথাযথ তদন্ত, অপরাধীদের কঠোর শাস্তি এবং চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রণের অনুরোধ জানিয়েছে।
করাচি পুলিশের কর্মকর্তা হাসান খান বলেন, সন্ত্রাসীরা গাড়ি বহর লক্ষ্য করে বোমা (আইইডি) নিক্ষেপ করে। এতে বিস্ফোরণ ও আগুন লেগে হতাহতের পাশাপাশি ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এদিকে এ হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। তারা ইমেইলে এক বিবৃতিতে জানিয়েছে, হামলাটির নেপথ্যে তারাই রয়েছে।
"