আন্তর্জাতিক ডেস্ক
গাজা-বৈরুতে সমানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা এক বছর পূর্ণ হয়েছে। দ্বিতীয় বছরের প্রথমদিনে গতকাল গাজায় হামলা আরো তীব্র করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। পাশাপাশি সমানতালে বিমান হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের বৈরুতেও। খবর বিবিসি ও আল-জাজিরার।
ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার স্মরণ করছে বাসিন্দারা। এক দিনের ওই হামলায় হামাস যোদ্ধারা ইসরায়েলের ১১৩৯ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করেছিল।
হামলার প্রতিশোধ নিতে ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচার বিমান হামলা ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। বিগত এক বছরে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৪২,০০০ মানুষ নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৪২ হাজার ফিলিস্তিনি নিহতের পাশাপাশি আহত হয়েছে আরো ৯৭ হাজার। হতাহতের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
গাজাযুদ্ধের বর্ষপূর্তির দিনে হামলা আরো জোরদার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। তারা বলেছে, গাজায় পুরো উপত্যকা জুড়্ হোমাসের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বিমান। হামাস যোদ্ধাদের ব্যবহার করা একটি হাসপাতালও লক্ষ্যবস্তু করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সোমবার ভোরে গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থীশিবিরে বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ শিশু রয়েছে।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফ বলেছে, বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর অস্ত্র গুদাম ও স্থাপনায় আঘাত হেনেছে তারা।
এদিকে ইসরায়েলের বন্দরনগরী হাইফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় ১০ ইসরায়েলি আহত হয়েছে।
ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর অন্তত চারটি রকেট হাইফায় আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
হিজবুল্লাহ দাবি করেছে, তারা হাইফার দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ‘ফাদি ১’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
হাইফার হামলার এক ভিডিওতে দেখা যায়, রকেটের আঘাতে একটি গোলচত্বরে ব্যাপক ক্ষতি দেখা গেছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, ব্যারেজের সময় অ্যাপার্টমেন্টের ওপর থেকে ধোঁয়া উঠছে।
গত বছরের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। তবে যুদ্ধ এখন আর শুধু গাজায় সীমাবদ্ধ নেই, বরং লেবানন-সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তির প্রাক্কালে লেবানন ও গাজায় হামলা এবং হাইফায় পাল্টা হামলার ঘটনা ঘটল।
স্থানীয় পুলিশ জানিয়েছে, রবিবার হিজবুল্লাহর রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর, হাইফা ছাড়াও দেশটির তিবেরিয়াস শহরে রকেট হামলা হয়েছে। সব মিলিয়ে ১০ জন আহত হয়েছেন।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে রবিবার জোরালো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত ইরান-সমর্থিত হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর আর অস্ত্রের মজুদাগারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ ছাড়া লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা অঞ্চলেও হামলা হয়েছে।
"