আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ অক্টোবর, ২০২৪

বসনিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১৩

বসনিয়া-হার্জেগোভিনার মধ্যাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি। খবর রয়টার্সের।

স্থানীয় সময় শুক্রবার বলকান দেশটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বন্যার কবলে পড়ে। এতে অনেকগুলো শহর ও গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে। হার্জেগোভিনা-নেরেতভা প্রদেশের কর্মকর্তারা শনিবার জানান, সব তথ্য সংকলন করার পর ইয়াব্লানিচ্ছা এলাকায় ১৩ জনের মৃত্যু হয়েছে বলে সরকার নিশ্চিত হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমে ২১ জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে।

ইয়াব্লানিচ্ছা এলাকা রাজধানী সারায়েভো থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এখানে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে শুক্রবার ইউকা জানিয়েছিলেন। একটি এক্সকেভেটর দিয়ে গাড়ি ও বাড়িগুলোর ওপর থেকে ধ্বংসস্তূপ সরানো হয়, ভেতরে জীবিত কেউ আছেন কি না উদ্ধারকারীরা পাশ থেকে দেখার চেষ্টা করছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close