আন্তর্জাতিক ডেস্ক
থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় ২২ শিশুর প্রাণহানি
শিক্ষা সফর থেকে ফিরে আসার সময় থাইল্যান্ডে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২২ শিশুর প্রাণহানি ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের বহনকারী বাসটিতে আগুন ধরে যায়। খবর বিবিসির।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ব্যাংককের বাইরে স্কুল শিশুদের বহনকারী একটি বাস আগুন লেগে ভস্মীভূত হয়েছে। ব্যাংকক থেকে ২৫০ কিলোমিটার উত্তরের প্রদেশ উথাই থানি থেকে বাসটি ফিরছিল। তিনটি বাসে করে শিক্ষার্থীদের নিয়ে সেখানে শিক্ষা সফরে গিয়েছিলেন শিক্ষকরা। দেশটির পরিবহনমন্ত্রী সুরিয়াহে জুয়াংরুংরুংকিত জানিয়েছেন, তিনটি বাসের বহরে থাকা ওই গাড়িতে শিক্ষার্থী ও শিক্ষক মিলে অন্তত ৪৪ জন ছিলেন। তিন শিক্ষকসহ ২২ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্মকর্তারা বলছেন, আগুন নেভানোর পর বাস থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৬ শিশুসহ তিন শিক্ষককে হাসপাতালে পাঠানো হয়েছে।
"