আন্তর্জাতিক ডেস্ক
সাংহাইয়ে ওয়ালমার্টে ছুরিকাঘাত তিনজন নিহত
চীনের সাংহাইয়ে একটি ওয়ালমার্ট সুপার মার্কেটের ভেতরে এক ব্যক্তির ছুরি হামলায় তিনজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছে। সোমবার রাতে এই হামলায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির।
চীনা পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সাংহাই শহরের দক্ষিণ-পশ্চিমে ঘনবসতিপূর্ণ জেলা সংজিয়াংয়ে অবস্থিত ওয়ালমার্ট শপিং মলে। আশপাশে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ও রয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে ওয়ালমার্ট সুপার মার্কেটের ভেতরে ঢুকে হামলাকারী ছুরি নিয়ে তাণ্ডব চালালে তিনজন মারা যায় এবং আরো ১৫ জন আহত হয়।
ঘটনাস্থল থেকে লিন নামে ৩৭ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তথ্যমতে, ব্যক্তিগত আর্থিক বিরোধের জের ধরে হামলা চালিয়েছে ওই ব্যক্তি। এ বিষয়ে আরো তদন্ত অব্যাহত রয়েছে।
ভবনটির গ্রাউন্ড ফ্লোরে একটি জুয়েলারির দোকান চালান শি নামের একজন। তিনি বলেন, আমি বুঝতে পারছিলাম না কী ঘটছে, হঠাৎ আতঙ্কে লোকজনকে দৌড়াতে দেখলাম। আমরা এমন হামলার কথা চিন্তা করিনি।
ঘটনাটি নিয়ে চীনা সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। চীনে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ হলেও সাম্প্রতিক মাসগুলোয় দেশটিতে ছুরি হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
গত মাসে দক্ষিণ চীনে স্কুলে ছুরি হামলায় আহত হয়ে ১০ বছর বয়সি জাপানি ছাত্র মারা যায়। জুনে উত্তর-পূর্ব ঝিলিন শহরের একটি পাবলিক পার্কে চার মার্কিন কলেজ প্রশিক্ষককে ছুরিকাঘাত করা হয়েছিল। এ ছাড়া মে মাসে দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি হাসপাতালে এক ব্যক্তি ছুরিকাঘাতে দুজনকে হত্যা এবং ২১ জনকে আহত করে।
"