আন্তর্জাতিক ডেস্ক
লেবাননে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল
দুই সপ্তাহে হামলায় নিহত বেড়ে ১০০০
লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী গ্রামগুলোয় জোরালো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সীমান্তের ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলের স্থল সেনারাও। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোয় ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ স্থল অভিযান শুরু করার কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। আগের দিন সোমবার বিমান হামলায় লেবানন জুড়ে অন্তত ৯৫ জন নিহত ও ১৭২ জন আহত হয়েছে। খবর বিবিসির।
দুই সপ্তাহ ধরে সংঘাতের পর ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ‘সীমিত’ ও ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ এই অভিযান পরিচালনা করছে বলে দাবি তাদের। গতকাল অভিযান শুরুর আগে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বৈরুতের দক্ষিণ দিকের তিন স্থানের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য হুঁশিয়ার করেছিল।
আইডএফের বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের সীমান্তসংলগ্ন গ্রামগুলোয় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘণ্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সেখানে স্থলবাহিনী প্রবেশ করেছে। এর আগে সোমবার ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের কথা সংবাদমাধ্যমকে জানান মার্কিন কর্মকর্তারা। সিএনএনের খবরে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের দক্ষিণের সীমান্তবর্তী অঞ্চলে ‘ছোট পরিসরে’ বিশেষ ‘অভিযান’ পরিচালনা করেছে। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, এটার (স্থল অভিযান) বিষয়ে ইসরায়েল আমাদের অবহিত করেছে। এখন এটা বাস্তবায়ন করা হচ্ছে। সীমান্ত এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে অভিযান চালানো হয়েছে। ম্যাথিউ মিলার আরো বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতিকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। তবে মাঝেমধ্যে তাৎক্ষণিক কূটনৈতিক প্রক্রিয়ার ওপর সামরিক চাপ থাকে। তবে ম্যাথিউ মিলার সতর্ক করে দিয়ে এটাও বলেন, সামরিক চাপ পরিস্থিতির ভুল পর্যবেক্ষণ ও অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। লেবাননের ভূখণ্ডে ইসরায়েল স্থলবাহিনী পাঠাতে যাচ্ছে, সোমবার থেকেই এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘ইসরায়েলি সেনাদের অবস্থান থেকে বোঝা যায় যে তারা লেবাননের স্থলভাগে প্রবেশ করতে যাচ্ছে।’
এর আগে দুই সপ্তাহ ধরে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছিল ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার বৈরুতের দক্ষিণে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় সোমবার এক দিনে ৯৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৭২ জন। গত দুই সপ্তাহে লেবাননে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের বিরোধ বেশ পুরোনো। তবে গত বছরের অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করলে এই বিরোধ আরো জোরালো হয়ে ওঠে। এরপর থেকে ইসরায়েলের ভূখণ্ডে ‘স্বল্প পরিসরের’ হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা জবাব দিচ্ছিল।
"