আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর, ২০২৪
অস্ট্রিয়ায় অতি ডানপন্থি দলের জয়
অস্ট্রিয়ায় সাধারণ নির্বাচনে জয় পেয়েছে অতি ডানপন্থি ফ্রিডম পার্টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়ায় এই প্রথম কোনো অতি ডানপন্থি দল সাধারণ নির্বাচনে জয় পেল।
ফ্রিডম পার্টির এই জয়কে ‘অভূতপূর্ব’, ‘ঐতিহাসিক’, ‘ভূমিকম্প’ প্রভৃতি বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে।
নির্বাচনে জয়লাভ করলেও ফ্রিডম পার্টি সরকার গঠন করতে পারব কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ফ্রিডম পার্টি সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই সরকার গঠন করতে হলে ফ্রিডম পার্টিকে এক বা একাধিক দলের সঙ্গে জোট গড়তে হবে। কিন্তু জোট গড়া নিয়ে অনিশ্চয়তা আছে।
রবিবার অস্ট্রিয়ায় নির্বাচন হয়। নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ফ্রিডম পার্টি ২৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থানে উঠে এসেছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন