আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৪
দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭
দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কেপ প্রদেশের লুসিকিস্কি গ্রামে বন্দুকধারীদের নির্বিচার গুলিতে ১৫ নারীসহ ১৭ জন নিহত হয়েছে। শনিবার ভোরে হামলাকারীরা গ্রামের দুটি বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। একটি বাড়িতে ১২ জন নারী ও একজন পুরুষ এবং অপর বাড়িতে তিনজন নারী ও একজন পুরুষ নিহত হন। এ ছাড়া একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা এনগোবোজানা এলাকার নিয়াথি গ্রামের বাসিন্দা। এক বছর আগে তাদের স্বজন মা-মেয়ে খুন হয়েছিল। তাদের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ওই দুই বাড়িতে জড়ো হয়েছিলেন। অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। ঠিক সে সময়ই বন্দুকধারীরা হামলা চালায়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন