আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রে হারিকেন ‘হেলেনের’ তাণ্ডবে নিহত বেড়ে ৬৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে শক্তিশালী হারিকেন ‘হেলেন’-এর তাণ্ডবে অন্তত ৬৩ জন প্রাণ হারিয়েছে। দুর্যোগের কারণে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। গতকাল রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে শক্তিশালী হারিকেনটি ফ্লোরিডার বিগ বেন্ডে আঘাত হানে। এই অঞ্চলের এখন পর্যন্ত সবচেয়ে বেশি তাণ্ডব চালানো হারিকেন ছিল ‘হেলেন’। এরপর এটি জর্জিয়া ও ক্যারোলাইনার দিকে অগ্রসর হয়।

নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার বলেছেন, পাহাড়ি শহর অ্যাশভিলের চার শতাধিক রাস্তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়দের কাছে আকাশপথে রসদ সরবরাহ করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close