আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে কপ্টার বিধ্বস্ত হয়ে ৬ আরোহী নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি চার্টার্ড হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। শনিবার (২৮ সেপ্টেম্বর) অঞ্চলটির উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে।
হেলিকপ্টারটি মারি পেট্রোলিয়াম লিমিটেড নামে একটি তেল কোম্পানির মালিকানাধীন ছিল। কোম্পানির মুখপাত্র বলেন, প্রযুক্তিগত কারণে একটি তেলক্ষেত্রের কাছে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এই দুর্ঘটনার সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
ঘটনার বিবরণ প্রসঙ্গে মুখপাত্র বলেন, হেলিকপ্টারটি শেওয়া ওয়াজিরিস্তান ব্লকে ব্যক্তিগত পরিবহনের কাজ করছিল।
তিনি জানান, পাকিস্তান সেনাবাহিনী এবং অন্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জিও নিউজ জানিয়েছে, হেলিকপ্টারে থাকা তিন বিদেশি পাইলট রাশিয়ার নাগরিক।
"