আন্তর্জাতিক ডেস্ক
নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের দাবি
ইসরায়েলি বোমা হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। নাসরুল্লাহকে ‘অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক’ হিসেবে প্রশংসা করে ইরান সরকার বলেছে, যুক্তরাষ্ট্র এই হত্যার দায় অস্বীকার করতে পারে না। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চেয়ে চিঠি দিয়েছে ইরান। খবর বিবিসির।
ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ শনিবার) এক বিবৃতিতে নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। নাসরুল্লাহর হত্যাকাণ্ড ‘প্রতিরোধ আরো শক্তিশালী করবে’ বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হিজবুল্লাহ প্রধানের জন্য পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন। হিজবুল্লাহর প্রধানকে শহীদ উল্লেখ করে ‘তার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না’ বলেছেন তিনি। সেই সঙ্গে সব মুসলমানকে ইসরায়েলের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন খামেনি।
খামেনি বলেছেন, ‘এই অঞ্চলের ভাগ্য নির্ধারিত হবে হিজবুল্লাহ’র শীর্ষে থাকা প্রতিরোধের মাধ্যমে।’
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘প্রতিরোধ এক নেতার গৌরবময় পথ। তার সেই পথ অব্যাহত থাকবে এবং জেরুজালেমকে মুক্ত করার তার পবিত্র লক্ষ অর্জন করা হবে।’
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চেয়ে চিঠি দিয়েছে ইরান। শনিবার (২৮ সেপ্টেম্বর) ১৫ সদস্যের এই সংস্থার কাছে লেখা এক চিঠিতে এই দাবি জানিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সায়েইদ ইরাভানি।
চিঠিতে ইরানের রাষ্ট্রদূত কূটনৈতিক প্রাঙ্গণ ও প্রতিনিধিদের ওপর হামলা কূটনৈতিক নীতিমালার চরম লঙ্ঘন বলে সতর্ক করেন। তিনি বলেন, ইরান এ ধরনের হামলার বিরুদ্ধে হুঁশিয়ার করছে। এসব আগ্রাসনের পুনরাবৃত্তি সহ্য করা হবে না।
ইরাভানি আরো বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার্থে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের সহজাত অধিকার প্রয়োগ করতে (শক্তি প্রয়োগ) ইরান সামান্যতম দ্বিধা করবে না।
ইরান অনেক বছর ধরেই হিজবুল্লাহকে আর্থিক ও সামরিক সমর্থন দিয়ে আসছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়া হবে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে শনিবার দাবি করে তেল আবিব। পরে বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। নাসরুল্লাহকে হত্যা ২০০০ কেজি ওজনের বোমা বাঙ্কার ব্লাস্টার বোমা ব্যবহার করেছে ইসরায়েল। এই বোমা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি হিজবুল্লাহর : লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নাসরুল্লাহ হত্যার পর এ প্রতিশ্রুতি দেন সংগঠনের নেতারা। লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর ভূগর্ভস্থ সদর দপ্তরে ইসরায়েলি বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন।
"