আন্তর্জাতিক ডেস্ক
টানা বৃষ্টিতে নেপালে বন্যা ভূমিধসে ১০ মৃত্যু
নেপালে অবিরাম বৃষ্টিতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে ২৪ ঘণ্টায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং সাতজন নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এসব প্রাকৃতিক দুর্যোগে যান চলাচলও বিঘ্নিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হিমালয় কোলের দেশটির অধিকাংশ নদনদীর পানির বেড়ে আশপাশের রাস্তা ও সেতুর ওপর উঠে গেছে। রয়টার্স জানিয়েছে, দক্ষিণ এশিয়ার বার্ষিক বৃষ্টির মৌসুম স্বাভাবিক সময়ের এক সপ্তাহ পর শেষ হতে চলেছে। এই সময়টিতে পুরো অঞ্চলজুড়ে ব্যাপক বৃষ্টি হচ্ছে। পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি জানান, মহাসড়কগুলোর ২৮টি এলাকায় ভূমিধস হয়েছে, সেসব স্থানের আবর্জনা সরিয়ে রাস্তাগুলো খুলে দিতে কাজ করছে পুলিশ। রাজধানী কাঠমান্ডু থেকে আবহাওয়া কর্মকর্তা বিনু মহারাজন জানিয়েছেন, রবিবারের আগে সম্ভবত বৃষ্টি থামবে না। পুরো অঞ্চল জুড়ে চলা এই বৃষ্টিপাতের জন্য একটি নিম্নচাপ দায়ী।
"