আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ সেপ্টেম্বর, ২০২৪

নেতানিয়াহু মঞ্চে উঠতেই অধিবেশন কক্ষ খালি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন। কিন্তু তার ভাষণ শুরুর সময় এক অভূতপূর্ব ঘটনা ঘটে। তুরস্কসহ বিভিন্ন দেশের প্রতিনিধি দলের কয়েক শ সদস্য দলে দলে হল ত্যাগ করে চলে যান।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির ভিডিও এবং প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গার্ডিয়ানের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাধারণ পরিষদের স্পিকার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছেন। তার ঘোষণা শেষ হওয়ার আগেই তুরস্কের প্রতিনিধি দল তাদের নির্ধারিত আসন ছেড়ে ওঠে যায়।

তুরস্কের প্রতিনিধি দলকে অনুসরণ করে আরও কয়েকটি দেশের প্রতিনিধি দলের কয়েক শ সদস্য হল ছেড়ে বের হয়ে যান। এ সময় স্পিকার সবাইকে হল না ছাড়ার অনুরোধ জানালেও কেউই তাতে কর্ণপাত করেননি। সবাই একে একে হল ত্যাগ করে চলে যান। একপর্যায়ে পুরো হল প্রায় শূন্য হয়ে পড়ে। খুব অল্প কয়েকজন রয়ে যান সেখানে।

এর আগে, গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণ বয়কট করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানায় হামাস। হামাসের জ্যেষ্ঠ নেতা ইজ্জত আল-রিশক বলেন, ‘গাজায় চলমান গণহত্যাকে প্রত্যাখ্যান ও এর নিন্দা জানাতে অন্তত আপনারা ওয়াক আউট করতে পারেন।’

নেতানিয়াহুকে ‘ছোট হিটলার’ বলে আখ্যায়িত করে রিশক বলেন, ‘নেতানিয়াহু (গাজায়) ১৭ হাজার এবং (লেবাননে) ২০০ শতাধিক ৪১ হাজারের বেশি বেসামরিক নাগরিককে (গত অক্টোবর থেকে) হত্যা করেছেন। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বাস্তুচ্যুত মানুষের শেষ আশ্রয়স্থল হাসপাতাল, মসজিদ, গির্জা এবং আশ্রয়শিবিরকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।’

এদিকে, জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মধ্যপ্রাচ্যের দুটি মানচিত্র দেখিয়েছেন। কিন্তু এর কোনোটিতেই ফিলিস্তিনের অস্তিত্ব ছিল না। মানচিত্রের একটিতে কিছু দেশকে ‘আশীর্বাদ’ এবং কিছু দেশকে অভিশাপ হিসেবে চিত্রিত করা হয়।

নেতানিয়াহু তার ডান হাতে কালো রঙে চিত্রিত বেশ কয়েকটি দেশ দেখান। যেগুলোকে ‘অভিশপ্ত’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই দেশগুলো হলো—ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন। নেতানিয়াহুর বাঁ হাতে থাকা মানচিত্রে সবুজ রঙে কিছু দেশকে চিত্রিত করা হয়েছে। এই দেশগুলোকে ‘আশীর্বাদ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই মানচিত্রের দেশগুলো হলো- মিসর, সৌদি আরব ও সুদান। এমনকি মানচিত্রে ভারতকেও নির্দেশ করা হয়েছে এবং দেশটির আংশিক মানচিত্র আঁকা হয়েছে সবুজ রঙে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close