আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ সেপ্টেম্বর, ২০২৪

জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে এই রিপাবলিকান প্রার্থী বলেছেন, নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে তাদের আলোচনা অনুষ্ঠিত হবে। খবর বিবিসির।

সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। আমি সকালে তার সঙ্গে দেখা করব।’ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ করেছেন জেলেনস্কি। তাদের সামনে নিজের ‘জয়ের পরিকল্পনা’ তুলে ধরেন তিনি। এই পরিকল্পনার মাধ্যমে রাশিয়াকে চাপে ফেলে সংকটের কূটনৈতিক সমাধান করা যাবে বলে বিশ্বাস করেন জেলেনস্কি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close