আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ইসরায়েলকে ৮৭০ কোটি ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৮৭০ কোটি মার্কিন ডলার সহায়তা প্যাকেজ পেয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ইসরায়েলের চলমান সামরিক প্রচেষ্টার সমর্থনে ও গুণগত মান নিশ্চিত করতে এই সহায়তা দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল জামির ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে পেন্টাগনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই প্যাকেজের অর্থ দুইভাগে দেওয়া হয়েছে। একভাগে রয়েছে ৩শ’ ৫০ কোটি মার্কিন ডলারের যুদ্ধকালীন অপরিহার্য সমস্ত দ্রব্য ক্রয়ের খাতে বরাদ্দ,যা ইতোমধ্যে প্রদান করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close