আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

পাকিস্তানকে ৭ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

নগদ সংকটে পড়া পাকিস্তানকে ফের সাত বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শিগগিরই এই ঋণের এক বিলিয়ন ডলার হাতে পাবে দেশটি। খবর বিবিসির।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আইএমএফের ঋণদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিভাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

পাকিস্তান ১৯৫৮ সাল থেকে আইএমএফের কাছ থেকে ২০টিরও বেশি ঋণ নিয়েছে এবং বর্তমানে দেশটি পঞ্চম বৃহত্তম ঋণখেলাপি। তবে এবার তারা প্রতিশ্রুতি দিয়েছে, এটিই হবে আন্তর্জাতিক ঋণদাতার শেষ ঋণ।

আইএমএফ বলেছে, দক্ষিণ এশিয়ার দেশটির অর্থনীতিকে স্থিতিশীল ও টেকসই করতে নতুন কর্মসূচির জন্য সঠিক নীতি ও সংস্কার প্রয়োজন হবে।

বর্তমান ঋণচুক্তির অংশ হিসেবে ইসলামাবাদ সরকার বেশ কয়েকটি অজনপ্রিয় পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে, যার মধ্যে জনগণ ও ব্যবসায়ের ওপর করের হার বাড়ানো অন্যতম।

দেশটি বেশ কয়েক দশক ধরে নিজেদের চাহিদা মেটাতে আইএমএফের ঋণের ওপর নির্ভর করছে এবং বছরের পর বছর ধরে আর্থিক অব্যবস্থাপনার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

গত বছর, দেশটি ঋণখেলাপি হওয়ার দ্বারপ্রান্তে ছিল এবং আমদানি বিল পরিশোধের জন্য এক মাসেরও অর্থ হাতে ছিল না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close