আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

তরুণদের মধ্যে ট্রাম্পের চেয়ে কমলা এগিয়ে

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। সিএনএনের পক্ষ থেকে চালানো এক জরিপে বিষয়টি উঠে এসেছে। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের পক্ষ থেকে চালানো এসএসআরএসের জরিপ ফলটি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, তরুণ ভোটার বিশেষ করে ৩৫ বছরের কম বয়সি ভোটারদের মধ্যে ট্রাম্পের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে আছেন কমলা।

জরিপে দেখা যায়, ৩৫ বছরের কম বয়সি ভোটারদের মধ্যে কমলা ৫২ শতাংশ সমর্থন নিয়ে ট্রাম্পের ৪০ শতাংশের চেয়ে এগিয়ে আছেন।

মার্কিন রাজনীতি নিয়ে এই বয়সি ভোটারদের অসন্তোষ রয়েছে। তবে দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তারা।

এদিকে পর্যবেক্ষণে দেখা গেছে, তরুণ ভোটারদের মধ্যে কমলার এই জায়গা করে নেওয়াটা এখন পর্যন্ত ২০২০ সালের তুলনায় ডেমোক্র্যাটদের জন্য ভালো অবস্থা নয়। তখন প্রেসিডেন্ট জো বাইডেন একই বয়সের মানুষের মধ্যে ২১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন। তরুণ ভোটারদের মধ্যে তখন বাইডেনের জনপ্রিয়তা হুমড়ি খেয়ে পড়েছিল।

এদিকে তরুণ বয়সের ভোটারদের মধ্যেও দেখা গেছে লিঙ্গভিত্তিক বিভেদ। ৩৫ বছরের কম বয়সি নারী ভোটাররা ট্রাম্পের চেয়ে বেশি কমলাকে পছন্দ করেন। এ হার যথাক্রমে ৫৩ ও ৩৯ শতাংশ। নিবন্ধিত ভোটারদের মধ্যে তরুণদের তুলনায় তরুণীরা কমলা সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে ১৫ শতাংশ বেশি পছন্দ করেন।

বিভিন্ন জরিপে দেখা গেছে, সম্প্রতি ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের উত্থানের পেছনে তরুণ ভোটারদের সমর্থন রয়েছে। প্রতিটি জরিপে একই বয়সের তরুণ ভোটারদের পছন্দের মূল্যায়ন আসে না। সে ক্ষেত্রে ফলও হয় ভিন্ন। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় ১৮ থেকে ৩৪ বছরের ভোটারদের কমলা কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে ৩ পয়েন্ট এগিয়ে আছেন। হার্ভার্ড ইনস্টিটিউট অব পলিটিকসের ২৯ বছরের কম বয়সিদের মধ্যে চালানো জরিপে কমলাকে ট্রাম্পের চেয়ে ৩২ পয়েন্টে এগিয়ে রাখা হয়েছে। এ অবস্থায় আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অন্যতম দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় নিজের অর্থনৈতিক দর্শন গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন কমলা হ্যারিস। স্থানীয় সময় বুধবার পিটসবার্গে এ ভাষণ দেওয়ার কথা রয়েছে। এসব রাজ্যে অর্থনৈতিক এজেন্ডা সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। কমলা চাচ্ছেন তার অগ্রযাত্রা প্রতিহত করতে। এনবিসি নিউজ জানায়, বক্তব্যে নিজের জীবন ও অর্থনৈতিক দর্শন– উভয়ই তুলে ধরবেন এ ডেমোক্র্যাট প্রার্থী। কমলা নিজেকে শ্রমজীবী শ্রেণির প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।

এদিকে ট্রাম্প বলেছেন, ইরানের দিক থেকে তার জীবনের জন্য বড় হুমকি রয়েছে। গতকাল অভিযোগ করে তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরান আমার জীবনের জন্য হুমকি। পুরো মার্কিন সামরিক বাহিনী বিষয়টি দেখছে, অপেক্ষা করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close