আন্তর্জাতিক ডেস্ক
লেবাননে হামলা অব্যাহত ইসরায়েলের
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের যুদ্ধবিরতির আহ্বান
লেবাননে সীমান্ত পেরিয়ে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে বৃহত্তর যুদ্ধ এড়াতে ইসরায়েলের প্রতি লেবাননের সঙ্গে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা মিত্ররা। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্য ইউরোপীয় মিত্ররা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইসরায়েলের পশ্চিমা মিত্র ১১টি দেশ বলছে, হামলা-পাল্টা হামলা ‘বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি’ বাড়িয়ে দিয়েছে, যা অগ্রহণযোগ্য। কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য সাময়িক এই যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করে তারা। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকরেরও প্রস্তাব দিয়েছে তারা।
মিত্ররা সমাধানের পথ তৈরির তাগিদ দিয়ে কূটনীতির উপায়ে আলোচনা এবং মীমাংসায় পৌঁছানোর পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে। কেননা, তারা বলছে, বড় কোনো সংঘাত বেধে গেলে তা আদতে ইসরায়েল বা লেবাননের জনগণের স্বার্থের পক্ষে যাবে না।
এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, এ ধরনের বৈরিতা ‘অসহনীয়’। এতে আঞ্চলিকভাবে বড় ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে, যা অগ্রহণযোগ্য। এতে ইসরায়েল কিংবা লেবানন- কারও স্বার্থই হাসিল হবে না।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কাতার ওই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের বৈঠকের পর এ যৌথ বিবৃতি দেওয়া হয়।
ইসরায়েলি সেনা সদস্যদের উদ্দেশ্য করে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হালেভির একটি বক্তব্যের পরই যৌথ বিবৃতি দেওয়া হয়। হালেভি তার বাহিনীর সদস্যদের বলেছেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা তাদের ‘শত্রু অঞ্চলে প্রবেশের পথ’ তৈরি করে দিতে পারে। হালেভিই ইসরায়েলের প্রথম কোনো ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তি, যিনি লেবাননে স্থল অভিযান যে অনিবার্য, তার ইঙ্গিত দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন যৌথ বিবৃতিতে বলেছেন, সমাধানের সময় এসেছে, যা সীমান্তের দুই পাশের বেসামরিক নাগরিকদের নিরাপদে তাদের বাড়িতে ফেরা নিশ্চিত করবে।
তাদের আশঙ্কা, বর্তমানে যে বৈরিতা চলছে, তাতে বড় ধরনের সংঘাত এবং বেসামরিক নাগরিকদের ক্ষতির সম্মুখীন হওয়ার ঝুঁকি আছে।
বাইডেন ও ম্যাক্রোন আরো বলেন, ‘সীমান্তে নতুন করে উত্তেজনা ঠেকাতে এবং কূটনৈতিক সমাধানের পথ সফল করতে সাম্প্রতিক দিনগুলোয় আমরা সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানানোর জন্য একসঙ্গে কাজ করেছি।’ এর আগে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, ‘ইসরায়েলি শত্রুর নৃশংস আচরণের কারণে’ তার দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকার পরিস্থিতি স্পষ্টত লঙ্ঘনের সম্মুখীন হচ্ছে।
রয়টার্সের পক্ষ থেকে মিকাতির কাছে জানতে চাওয়া হয়েছিল, শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আশা করছি।’
এ ছাড়া এর আগে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত ড্যানি ড্যানন বলেন, উত্তেজনা এড়াতে কূটনৈতিক প্রচেষ্টাকে তারা সম্মান জানান। তবে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে ইসরায়েল সাধ্যমতো সব করবে বলেও উল্লেখ করেন তিনি।
মিত্রদের ওই যৌথ বিবৃতির পরপরই ইসরায়েল বলেছে, দক্ষিণ লেবানন ও বেকা অঞ্চলে বুধবার রাতে প্রায় ৭৫টি লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর ওপর আঘাত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
"