আন্তর্জাতিক ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০২৪

মিয়ানমারের সামরিক বাহিনী বেসামরিক লোকদের হত্যা ও গ্রেপ্তার করছে

মিয়ানমারের সামরিক বাহিনী বিরোধীদের দমাতে ব্যাপকভাবে গ্রেপ্তার ও হত্যা বাড়িয়েছে এবং নতুন সেনা সংগ্রহ করছে বলে মঙ্গলবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অঙ সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। এ পরিবর্তনে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। কিন্তু সামরিক বাহিনী সহিংসভাবে বিক্ষোভ দমন করে।

এরপর জান্তাবিরোধী বিক্ষোভ রূপান্তরিত হয়ে বিস্তৃত সশস্ত্র বিদ্রোহে পরিণত হয় এবং একাধিক ফ্রন্টে লড়াই শুরু হয়। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ ফেব্রুয়ারিতে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের উদ্যোগ নেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close