আন্তর্জাতিক ডেস্ক
ট্রাম্পের হ্যাক করা তথ্য জুন জুলাইয়ে বাইডেন শিবিরে ইমেইলে পাঠানো হয়েছিল
ইরানি হ্যাকাররা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কিছু তথ্য হ্যাক করে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী প্রচারণার সাথে যুক্ত কয়েকজন ব্যক্তিদের কাছে পাঠিয়েছিলেন।এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই), সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয়।
বুধবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাগুলো। খবর বিবিসি।
মার্কিন কর্মকর্তাদের ধারণা, ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযান থেকে হ্যাক করা এসব তথ্য জুনের শেষের দিকে এবং জুলাইয়ের শুরুতে বাইডেনের প্রচারণার সাথে যুক্ত ব্যক্তিদের কাছে ইমেইল করে পাঠানো হয়েছিল। সে সময় বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে তার নাম প্রত্যাহার করেননি। তবে হ্যাকাররা ইমেইল করলেও, যারা পেয়েছিলেন তারা হ্যাকারদের উত্তর দিয়েছিলেন কিনা, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
যদিও গত আগস্টে, মার্কিন কর্মকর্তারা ইরানের হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করেছিলেন। তারা জানিয়েছিলেন যে ইরান মার্কিন নির্বাচনে বিরোধ সৃষ্টি এবং নভেম্বরের নির্বাচনের আগে মার্কিন প্রতিষ্ঠানের প্রতি আস্থা নষ্ট করার তৎপরতা চালাচ্ছে। বুধবার প্রকাশিত বিবৃতিতে, এফবিআই বলছে, ইরানি হ্যাকাররা গত জুন মাস থেকে মার্কিন গণমাধ্যমগুলোয়ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণার হ্যাকিং করা তথ্যগুলো পাঠানো অব্যাহত রেখেছে।
"