আন্তর্জাতিক ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০২৪

জম্মু ও কাশ্মীরবাসী এক দশক পর প্রথম নির্বাচনে ভোট দিচ্ছে

ভারতের জম্মু ও কাশ্মীরে এক দশক পর প্রথম আঞ্চলিক নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। অঞ্চলটির ৯০ আসনের বিধানসভার এ নির্বাচন তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার প্রথম পর্বে ২৪টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। এসব আসনের মধ্যে ১৬টি কাশ্মীর উপত্যকায় ও আটটি জম্মুতে। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় পর্বে ২৬ আসনে এবং ১ অক্টোবর তৃতীয় বা শেষ পর্বে ৪০ আসনে ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন শেষ হবে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ৯০ লাখ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০১৪ সালের পর থেকে এবং জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে সেখানে এটিই বিধানসভার প্রথম নির্বাচন। জম্মু ও কাশ্মীর এই প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে নির্বাচন হতে দেখছে। ২০১৯ সালে বিশেষ মর্যাদা বাতিলের সময় রাজ্যটিকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামের দু’টি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close