আন্তর্জাতিক ডেস্ক
সুবিশাল সেনাবাহিনী গড়ার পথে রাশিয়া
ছাড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভারতকে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীতে কর্মী ও সামরিক কর্মীর সংখ্যা বৃদ্ধির একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। এই পদক্ষেপের ফলে সক্রিয় সৈন্যের দিক থেকে রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী হতে যাচ্ছে।
ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ডিক্রি অনুযায়ী, সেনাবাহিনীর নিয়মিত আকার ১ লাখ ৮০ হাজার বাড়িয়ে ১৫ লাখ সক্রিয় সেনায় উন্নীত করা হবে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সামগ্রিক আকার হবে ২৩ লাখ ৮০ হাজার। পুতিনের এই ডিক্রি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
প্রখ্যাত সামরিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) জানিয়েছে, পুতিনের এই ঘোষণা বাস্তবায়িত হলে সক্রিয় সৈন্যের সংখ্যার দিক থেকে রাশিয়া যুক্তরাষ্ট্র এবং ভারতকে ছাড়িয়ে যাবে। ফলে চীনের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশে পরিণত হবে রাশিয়া।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে এটিই পুতিনের তৃতীয়বারের মতো সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধির ঘোষণা।
রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কার্তাপোলভ বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি, প্রতিবেশী এবং সাবেক বিদেশি অংশীদারদের আচরণ বিবেচনা করে সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর প্রয়োজন দেখা দিয়েছে।’
তিনি আরো যোগ করেন, ‘ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের পর থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে (রাশিয়ার) নিরাপত্তা নিশ্চিত করতে মস্কোর নতুন কাঠামো ও সামরিক ইউনিট গঠন করা জরুরি হয়ে পড়েছে।’
"