আন্তর্জাতিক ডেস্ক

  ১২ সেপ্টেম্বর, ২০২৪

মণিপুরের তিন জেলায় কারফিউ

ভারতের ‘সেভেন সিস্টার্স’খ্যাত সাত রাজ্যের অন্যতম মণিপুরে মেইতেই ও কুকিদের মধ্যে ব্যাপক সহিংসতার জেরে আবার অশান্তি মাথা চাড়া দিয়েছে। বিক্ষোভ ও সংঘাতে অস্থির মণিপুরের তিন জেলায় শান্তি রক্ষায় কারফিউ জারি করা হয়েছে। খবর এনডিটিভির।

সাম্প্রতিক সহিংসতা ও বিক্ষোভে মণিপুরে ক্রমেই বাড়ছে হতাহতের ঘটনা। রাজ্যের রাজধানী ইম্ফাল ঘিরে হামলা-বিক্ষোভ ফিরছে। এ অবস্থায় ইম্ফাল পূর্ব, ইম্ফাল পশ্চিম ও থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে।

এর আগের এক নির্দেশে ইম্ফাল পূর্ব ও ইম্ফাল পশ্চিম জেলার প্রশাসকরা মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করেছিলেন। পরে জেলা দুটির নিরাপত্তার কথা চিন্তা করে শিথিলকরণের আদেশ বাতিল করে উভয় জেলায় কারফিউ পুনরায় জারি করা হয়েছ। তবে জেলা প্রশাসকদের ঘোষণায় সংবাদমাধ্যম, বিদ্যুৎসেবা, আদালত ও স্বাস্থ্যসেবাসহ অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো কারফিউয়ের আওতামুক্ত রাখা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close