আন্তর্জাতিক ডেস্ক
অভিবাসী নিয়ন্ত্রণে সীমান্তে কড়াকড়ি জার্মানির
অবৈধ অভিবাসীর প্রবেশ ঠেকাতে স্থল সীমান্তে আরো কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে জার্মানি। যদিও কর্তৃপক্ষ বলছে, এই নিয়ন্ত্রণ অস্থায়ী। গত বছরও কিছু সময়ের জন্য সীমান্তে কড়াকড়ি চালিয়েছে দেশটি। খবর বিবিসির।
জার্মানির প্রতিবেশী দেশ ডেনমার্ক, নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র এবং পোল্যান্ডের সঙ্গে দীর্ঘ ৩ হাজার ৭০০ কিলোমিটার (২৩০০ মাইল) স্থল সীমান্ত ভাগ রয়েছে।
জার্মান কর্তৃপক্ষ গত বছর পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের সঙ্গে স্থল সীমান্তে কঠোর নিয়ন্ত্রণের ঘোষণা দেয়।
কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি সেপ্টেম্বরের আগ পর্যন্ত তারা অস্ট্রিয়াসহ ওই তিন সীমান্ত নিয়ন্ত্রণের মাধ্যমে ৩০ হাজারের বেশি অভিবাসীকে ফেরত দিয়েছে। স্থল সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসনের প্রবণতা সম্প্রতি বেড়ে যাওয়ায় সীমান্ত নিয়ন্ত্রণ আরো সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার।
"