আন্তর্জাতিক ডেস্ক

  ১১ সেপ্টেম্বর, ২০২৪

এবার ইউক্রেনীয় ড্রোন-ঝড় দেখল মস্কো, নিহত ১

এবার মস্কোকে ড্রোনের ঝড় দেখাল ইউক্রেন। রাজধানী মস্কোসহ রাশিয়ার বিভিন্ন স্থানে গত মঙ্গলবার ভোরে ৭০টির বেশি ড্রোনের হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। একটি ড্রোনের আঘাতে মস্কোতে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর বিবিসি ও আল-জাজিরার।

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে রবিবার রাতে বড় আকারের ড্রোন হামলা চালায় রাশিয়া। এক রাতে ৬৭টি ড্রোনের হামলা চালানো হয়, যার মধ্যে বেশ কিছু ড্রোন ভূপাতিত করতে পেরেছে ইউক্রেন। ওই হামলার জবাবেই খোদ মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

রাশিয়া বলেছে, রুশ বিমান প্রতিরক্ষা ৭০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে কমপক্ষে ১৫টি মস্কোতে উড়ে এসেছিল। মস্কোর বৃহত্তম বিমানবন্দরগুলোর অন্যতম ঝুকোভো বিমানবন্দরকেও লক্ষ্যবস্তু করে ইউক্রেন।

মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, ড্রোনের ধ্বংসাবশেষ মঙ্গলবার ভোরে মস্কোর রামেনস্কয় জেলায় অন্তত দুটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত করেছে এবং বেশ কয়েকটি ফ্ল্যাটে আগুন ধরে গেছে। এতে অন্তত পাঁচটি ফ্ল্যাট ধ্বংস হয়ে গেছে।

রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ভূপাতিত ইউক্রেনীয় ড্রোনের অবশিষ্টাংশ আঘাত করে এবং তাতে আগুন ধরে যায়। এতে একজন নিহত হয়েছেন।

সিটি মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, মস্কোর ঝুকোভো বিমানবন্দরের কাছে এবং ডোমোদেডোভো জেলার আশপাশের বেশ কিছু ড্রোনের আক্রমণ চালানো হয়েছিল। মস্কোর তুলা অঞ্চলে আরো দুটি ইউক্রেনীয় ড্রোন আক্রমণ করেছিল। গভর্নর আলেকসান্ডার বোগোমাজ জানিয়েছেন, ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে ৫৯টি ইউএভি আটকানো হয়েছে এবং ধ্বংস করা হয়েছে।

তিনি এটিকে ‘বিশাল’ আক্রমণ উল্লেখ করে বলেন, তবে ওই অঞ্চলে তাতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরুর পর থেকে গত আড়াই বছরেরও বেশি সময়ে এই প্রথম ইউক্রেন খোদ মস্কোকে লক্ষ্য করে বড় রকমের এই ড্রোন হামলা চালাল। তবে ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close