আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ সেপ্টেম্বর, ২০২৪

তালেবানের শাসনে আরো চাঙা আফগানি মুদ্রা

বিশ্বজুড়ে মার্কিন ডলারের দাপটের মধ্যেও চোখে পড়ার মতো সাফল্য দেখাচ্ছে আফগানিস্তানের মুদ্রা আফগানি। বিশ্বের অনেক দেশ, বিশেষ করে উপমহাদেশের দেশগুলোতে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমতে থাকলেও বিপরীত চিত্র দেখা যাচ্ছে আফগানিস্তানে।

গত এক বছরে আফগানির মান বেড়েছে ১৭ শতাংশেরও বেশি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘দা আফগানিস্তান ব্যাংক’ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের শুরুতে বিশ্বব্যাংক এক পূর্বাভাসে জানিয়েছিল, বিশ্বের অন্যান্য উল্লেখযোগ্য মুদ্রার বিপরীতে আফগান মুদ্রার মান কমতে পারে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। গত এক বছরে আফগান মুদ্রার মান বেড়েছে ১৭ দশমিক ২৫ শতাংশ।

বর্তমানে এক মার্কিন ডলার কিনতে লাগছে ৭০ দশমিক ২৬ আফগানি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close