আন্তর্জাতিক ডেস্ক
আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু
আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছে তেলসমৃদ্ধ আরব আমিরাত। আমিরাতি প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান একে ‘শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যে যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এমিরেটস নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশন (ইএনইসি) এক বিবৃতিতে জানিয়েছে, আবুধাবির বারাকাহ পারমাণবিক শক্তি কেন্দ্রটির চতুর্থ এবং চূড়ান্ত চুল্লিটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পর বার্ষিক ৪০ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে। এই বিদ্যুৎকেন্দ্রটি সংযুক্ত আরব আমিরাতের বিদ্যুতের চাহিদার ২৫ শতাংশ পূরণ করবে, যা নিউজিল্যান্ডের মোট বার্ষিক বিদ্যুৎ চাহিদার প্রায় সমান। গরম, মরুভূমিতে ঘেরা এই উপসাগরীয় রাষ্ট্রটিতে এয়ার-কন্ডিশনার ব্যবহার অত্যন্ত ব্যাপক।
ইএনইসি আরও জানিয়েছে, বারাকাহ বিদ্যুৎকেন্দ্র বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি), এমিরেটস স্টিল এবং এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে বিদ্যুৎ সরবরাহ করবে। আরবিতে ‘আশীর্বাদ’ অর্থ বহনকারী বারাকাহ ২০২০ সালে চারটি চুল্লির মধ্যে প্রথমটি চালু হওয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করে।
বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবও পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে।
রাজধানী আবুধাবি এবং অর্থনৈতিক কেন্দ্র দুবাইসহ সাতটি আমিরাত নিয়ে গঠিত আরব আমিরাত ওপেক জোটের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ।
"