আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ সেপ্টেম্বর, ২০২৪

চীনের পর্যটন দ্বীপ হাইনানে সুপার টাইফুনের আঘাত

চীনের দক্ষিণাঞ্চলীয় জনপ্রিয় পর্যটন দ্বীপ হাইনানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ইয়াগি। গত শুক্রবার বিকেল ৪টার দিকে টাইফুনটি ঘণ্টায় ১৩৮ মাইল বেগে হাইনানের উত্তর-পূর্বে ওয়েনচাং শহরে আছড়ে পড়ে। খবর বিবিসির।

চীনা আবহাওয়া কর্তৃপক্ষ বলছে, এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে হাইনানে। ইয়াগি শরৎকালে আঘাত হানা এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী টাইফুন। টাইফুনের কারণে ঝড়োহাওয়ার পাশাপাশি বাতাস প্রবল বৃষ্টিপাত হচ্ছে। টাইফুনটির কারণে ৫০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করছে চীনের আবহাওয়া কর্তৃপক্ষ।

ইয়াগির আঘাত হানার আগেই সার্বিক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে হাইনান দ্বীপের প্রায় চার লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ট্রেন, নৌ-চলাচল ও ফ্লাইট স্থগিত করা হয়েছে। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সাদা বালির সৈকত, বিলাসবহুল হোটেল এবং শুল্কমুক্ত দোকানসহ জনপ্রিয় পর্যটন দ্বীপ হাইনানকে ‘চীনের হাওয়াই’ বলা হয়। কর্তৃপক্ষের নির্দেশে বুধবার থেকেই সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে, ইয়াগি ২০১৪ সালে আঘাত হানা টাইফুন রামমাসুনের চেয়েও বেশি শক্তিশালী। এক দশক আগের ওই টাইফুনে ৪৬ জনের প্রাণহানি ঘটেছিল।

চীনের আবহাওয়াবিদরা বলছেন, ইয়াগি হাইনান ও প্রতিবেশী গুয়াংডং প্রদেশে ‘বিপর্যয়’ ক্ষতির কারণ হতে পারে, যা চীনের সবচেয়ে জনবহুল প্রদেশ। ইন্দো-প্যাসিফিক গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, ইয়াগি একটি অত্যন্ত বিপজ্জনক এবং শক্তিশালী সুপার টাইফুন। এই সুপার টাইফুনটি ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য। টাইফুন ইয়াগি চীনের পর দুর্বল অবস্থায় উত্তর ভিয়েতনামেও আঘাত হানতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close