আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ সেপ্টেম্বর, ২০২৪

রাশিয়ার আরো গভীরে হামলার অনুমতি চান জেলেনস্কি

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের দেওয়া অস্ত্রে রাশিয়ার আরও গভীরে হামলার অনুমতি চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি শুক্রবার জার্মানির ফ্রাঙ্কফুটে একটি বিমান ঘাঁটিতে পশ্চিমা মিত্রদের সঙ্গে শীর্ষ সম্মেলনে এই অনুমোদন চান। এদিকে ইউক্রেনকে আরও ৬৫০টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। খবর বিবিসির।

জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে শুক্রবার সকালে জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা মিত্ররা জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের আগেই জানানো হয়, জেলেনস্কি পশ্চিমাদের দেওয়া অস্ত্র দিয়ে রাশিয়ার আরও অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে হামলার অনুমোদন চাইবেন।

সম্মেলনের উদ্বোধনী পর্যায়ে ইউক্রেনের প্রেসিডেন্ট আবেদনঘন বক্তব্য দেন। জেলেনস্কি বলেন, যেখানে কিয়েভের বাহিনী রাশিয়ার আক্রমণের মুখোমুখি হচ্ছে, বিশেষ করে দোনেৎস্কের পূর্বাঞ্চলে দ্রুত অস্ত্র সহায়তার ওপর নির্ভরশীল ইউক্রেন।

সম্মেলনে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, ব্রিটিশ সরকার ইউক্রেনকে ১৬২ মিলিয়ন পাউন্ডের সহায়তা প্যাকেজ দেবে। যার মধ্যে ৬৫০টি লাইটওয়েট মাল্টিরোল মিসাইল (এলএমএম) অন্তর্ভুক্ত রয়েছে।

এলএমএম ক্ষেপণাস্ত্রের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার সক্ষমতা রয়েছে। হালকা ওজনের এই ক্ষেপণাস্ত্র ৬ কিলোমিটারের বেশি দূরত্বে গিয়ে আঘাত হানতে পারে। ইতিমধ্যে এ ধরনের কয়েক শত ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছে দেওয়া হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, নতুন প্যাকেজ ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে একটি ‘গুরুত্বপূর্ণ শক্তি’ জোগাবে। তা ছাড়া ইউক্রেনের প্রতি তার সরকারের সমর্থন অব্যাহত থাকবে।

গত জুলাই মাসে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছিলেন, যতদিন প্রয়োজন পড়বে, ততদিন পর্যন্ত বছরে ৩ বিলিয়ন পাউন্ডের সহায়তা ইউক্রেনে পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর থেকে যুক্তরাজ্য ইউক্রেনকে ১২.৭ বিলিয়ন পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে ৭.৬ বিলিয়ন পাউন্ড হচ্ছে সামরিক সহায়তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close