আন্তর্জাতিক ডেস্ক
ট্রাম্প : কমলা জিতলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নির্বাচনে ডেমোক্র্যাট পদপ্রার্থী কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েলের আর অস্তিত্ব থাকবে না। বৃহস্পতিবার নেভাদার লাস ভেগাসে রিপাবলিকান জিউইশ কোয়ালিশনের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। খবর পলিটিকো ও আনাদোলুর।
সমাবেশে ট্রাম্প বলেন, বাইডেনকে সমর্থনকারী ইহুদিদের ‘মস্তিষ্ক পরীক্ষা করানো উচিত’। কারণ বাইডেনের দল যদি নির্বাচনে জেতে তাহলে ইসরায়েল শেষ। সে ক্ষেত্রে আপনারা ইসরায়েলের কথা ভুলে যেতে পারেন।
তিনি আরো বলেন, ‘আর সে কারণেই আগামী নির্বাচনে ইহুদিদের ভোট দিতে হবে, ট্রাম্পকে ভোট দিতে হবে। যদি তারা সেদিন ট্রাম্পকে ভোট না দেয়, তাহলে খুবই ভয়ানক পরিস্থিতির তৈরি হবে।’
ট্রাম্প তার বক্তব্যে একাধিকবার উল্লেখ করেন, ইহুদি ভোটারদের কোনোভাবেই কমলা হ্যারিসকে সমর্থন করা উচিত নয়। কারণ, তার মতে সে ক্ষেত্রে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার যে ঘটনা ঘটেছে, তা কখনোই ঘটত না বলেও দাবি করেন ট্রাম্প।
‘আমি বুঝতে পারি না, কেউ কীভাবে তাদের সমর্থন করতে পারে। আমি সব সময়ই বলি, যদি আপনি ইহুদি হয়েও তাদের সমর্থন করেন, তাহলে আপনার মাথা পরীক্ষা করতে হবে,’ বলেন ট্রাম্প।
তিনি দাবি করেন, প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসের প্রশাসন ইহুদিদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে।
ট্রাম্প এর আগেও বারবার ডেমোক্র্যাট সমর্থক ইহুদিদের সমালোচনা করে বলেছেন, তারা আসলে ধর্ম ও ইসরায়েলকে ঘৃণা করে। এমনকি সিনেটের নেতা চাক শুমারকে তিনি ‘হামাসের একজন গর্বিত সদস্য’ বলেও উল্লেখ করেন।
এদিকে, ডেমোক্র্যাটদলীয় প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণা শিবির ট্রাম্পের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। তারা বলছে, ট্রাম্প ইহুদি আমেরিকানদের প্রকাশ্যে হেয় করছেন। তিনি নিজের স্বার্থে ইসরায়েলকে মুহূর্তেই ত্যাগ করতে পারেন। এ সময় তারা ইসরায়েলের নিরাপত্তার প্রতি হ্যারিসের ‘অবিচল প্রতিশ্রুতি’র কথা পুনর্ব্যক্ত করে।
"