আন্তর্জাতিক ডেস্ক
ট্রাম্পকে হটিয়ে বিজয়ী হতে যাচ্ছেন কমলা
টেলিগ্রাফের জরিপ
ট্রাম্পের ওপর কয়েক সপ্তাহ ধরে প্রাধান্য বজায় রাখার পর কমলা হ্যারিস নভেম্বরে হোয়াইট হাউস দখলে নেওয়ার জন্য রণক্ষেত্র রাজ্যগুলোতে যথেষ্ট এগিয়ে রয়েছেন। দোদুল্যমান রাজ্যগুলোর ওপর টেলিগ্রাফের জরিপের ভিত্তিতে প্রথমবারের মতো এ ভবিষ্যদ্বাণী করা হয়েছে।
টেলিগ্রাফের জন্য সাতটি দোদুল্যমান রাজ্যে রেডফিল্ড অ্যান্ড উইল্টন স্ট্র্যাটেজিস পরিচালিত জরিপে দেখা গেছে, কমলা পেনসিলভানিয়া, উইসকনসিন এবং মিশিগান রাজ্যে জয়ী হবেন। এতে তাঁর প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ প্রতিনিধিদের সমর্থন নিশ্চিত হবে। জয়ী হলে আমেরিকার ইতিহাসে কমলাই হবেন প্রথম নারী প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রে ভোটারদের মোট ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন না। প্রেসিডেন্টকে নির্বাচন করেন ইলেক্টোরাল কলেজ প্রতিনিধিরা। নির্বাচনে জয়ী হতে কোনো প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ২৭০ জন প্রতিনিধির সমর্থন নিশ্চিত করতে হবে। টেলিগ্রাফের জরিপে দেখা যায়, ট্রাম্পের ওপর কমলা সংকীর্ণ বিজয় পেতে যাচ্ছেন। ট্রাম্প ২৬২টি ইলেক্টোরাল ভোট পাবেন বলে জরিপে দেখা গেছে।
পরিসংখ্যান থেকে বোঝা যায়, কমলা হ্যারিস ২০২০ সালে জো বাইডেনের মতো একই পথে হোয়াইট হাউসে প্রবেশ করবেন। মধ্য-পশ্চিমাঞ্চলীয় ‘রাস্ট বেল্ট’ রাজ্যগুলোর সমর্থনের ওপর নির্ভর করে তিনি পৌঁছে যাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ভবনে। অন্যদিকে, ট্রাম্প ‘সান বেল্ট’খ্যাত দোদুল্যমান রাজ্য অ্যারিজোনা, জর্জিয়া এবং উত্তর ক্যারোলাইনায় জয়লাভ করবেন বলে অনুমান করা হচ্ছে।
জরিপে দেখা যাচ্ছে, বাইডেন গত ২১ জুলাই প্রেসিডেন্ট পদে লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পর বেশির ভাগ দোদুল্যমান রাজ্যে ট্রাম্পের অবস্থান সংকুচিত হয়েছে। কমলা হ্যারিস এ ধরনের সাতটি রাজ্যেই ইতিবাচক রেটিং পেয়েছেন।
তবে ট্রাম্পের সম্ভাবনা একদমই নেই, তাও কিন্তু বলা যাচ্ছে না। জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ট্রাম্প পেনসিলভানিয়া এবং উত্তর ক্যারোলাইনা এবং জর্জিয়া রাজ্যে জিততে পারলে তিনিও ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট পেতে পারেন।
তবে জনমত জরিপ বলছে, সেই সম্ভাবনা ক্ষীণ। গত সপ্তাহে প্রকাশিত রয়টার্স/ইপসোস জরিপে দেখা যায়, কমলার জনসমর্থন ৪৫ শতাংশ আর ট্রাম্পের ৪১ শতাংশ। জুলাইয়ের শেষ দিকে রয়টার্স বা ইপসোস জরিপে নিবন্ধিত ভোটারদের মধ্যে কমলা মাত্র ১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন।
নারী এবং হিস্পানিক ভোটাদের মধ্যে কমলা বেশ ব্যবধানে এগিয়ে রয়েছেন। তাঁর সমর্থন ৪৯ শতাংশ আর ট্রাম্পের ৩৬ শতাংশ। কমলা ১৩ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। জুলাই মাসে পরিচালিত রয়টার্স বা ইপসোসের চারটি জরিপে কমলা নারীদের মধ্যে ৯ পয়েন্ট এবং হিস্পানিকদের মধ্যে ৬ পয়েন্টে এগিয়ে ছিলেন।
তবে শ্বেতাঙ্গ এবং পুরুষদের মধ্যে এগিয়ে রয়েছেন ট্রাম্প। জুলাইয়ে তিনি ১৪ পয়েন্টে এগিয়ে থাকলেও সর্বশেষ সমীক্ষায় তাঁর প্রতি সমর্থন ৭ পয়েন্টে কমেছে।
নারী ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমশ কমছে। এ নিয়ে দলটির নেতারা উদ্বিগ্ন। হিলের প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকানরা নারী-পুরুষ ভোটারদের নিয়ে এক জটিল পরিস্থিতিতে পড়েছে। দলটির জরিপকারী হুইট আইরেস বলেন, বড় নেতৃত্বের জন্য নারীদের মধ্য থেকে কমলার উঠে আসা ট্রাম্পের জন্য ‘বড় চ্যালেঞ্জ’ হতে চলেছে। তিনি সতর্ক করেন, রিপাবলিকানদের জন্য এ মুহূর্তে আসল চ্যালেঞ্জ হলো নারীদের মধ্যে তাদের জনপ্রিয়তা বাড়ানো।
গত রোববার প্রকাশিত এবিসি নিউজ/ইপসোস জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস নারীদের মধ্যে ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তিনি ৫৪ শতাংশ মার্কিন নারীর সমর্থন পেয়েছেন; ট্রাম্প পেয়েছেন ৪১ শতাংশের। তবে পুরুষদের মধ্যে কমলার চেয়ে ট্রাম্প ৫ পয়েন্ট এগিয়ে আছেন। ট্রাম্পকে ৫১ শতাংশ ?পুরুষ ভোটার সমর্থন করেন; ৪৬ শতাংশ কমলাকে সমর্থন করেছেন। এ জরিপের তথ্য অনুযায়ী, শিকাগোতে ডেমোক্রেটিক জাতীয় সম্মেলনের পর নারীদের মধ্যে কমলার জনপ্রিয়তা বেড়েছে।
"