আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের স্কুলে গুলি শিক্ষকসহ নিহত ৪
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি হাইস্কুলে এলোপাতাড়ি গুলিতে শিক্ষক-শিক্ষার্থী চারজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো ৯ জন। বুধবারের এ ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির।
কর্তৃপক্ষ জানিয়েছে, জর্জিয়া স্টেটের রাজধানী আটলান্টার প্রায় ৫০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত উইন্ডার শহরের অ্যাপালাচি হাইস্কুলে স্থানীয় সময় বুধবার সকালে গুলির ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন শিক্ষক ও দুজন শিক্ষার্থী। এ ছাড়া এক শিক্ষক ও আট শিক্ষার্থী আহত হয়েছে। নিহত শিক্ষক দুজন হচ্ছেন, ক্রিস্টিনা ইরিমি এবং রিচার্ড অ্যাসপিনওয়াল। এ ছাড়া ছাত্র দুজন হচ্ছে ম্যাসন শেরমারহর্ন ও ক্রিশ্চিয়ান অ্যাঙ্গুলো।
জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ক্রিস হোসি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে বন্দুক হামলাকারী হিসেবে শনাক্ত ১৪ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে।
ক্রিস হোসি জানান, কোল্ট গ্রে নামের ওই কিশোর ওই স্কুলেরই ছাত্র। হামলায় যে বন্দুকটি ব্যবহার করা হয়েছে, সেটি একটি ‘এআর-প্ল্যাটফরম স্টাইল অস্ত্র’। তবে কী কারণে সে গুলি চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে এফবিআই জানিয়েছে, ন্যাশনাল থ্রেট অপারেশনস সেন্টার গত বছরের মে মাসে ‘একটি অজ্ঞাত স্থানে স্কুলে গুলি চালানোর অনলাইন হুমকি’ শনাক্ত করে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক করেছিল। এ নিয়ে তখন পুলিশ ওই কিশোরকে জিজ্ঞাসাবাদও করেছিল।
গুলিবর্ষণের সময় ঘটনাস্থল থেকে ছাত্রছাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছিল এবং বেশ কয়েকজনকে স্কুলের কাছে একটি মাঠে আটকে থাকতে দেখা গেছে। আহতদের সবাই গুলিবিদ্ধ হয়ে আহত হননি। হামলার সময় ঘটনাস্থল পালাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।
জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, হামলার ঘটনায় স্কুলের ছাত্র কোল্ট গ্রেকে ক্যাম্পাসের দুই কর্মকর্তা গ্রেপ্তার করেছেন। তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হবে।
"