আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

জাকার্তায় বৃহত্তম মসজিদ পরিদর্শনে পোপ

ইন্দোনেশিয়া সফরে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মসজিদ ‘ইসতিকলাল’ পরিদর্শন ও সেখানে বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বৈঠকে ধর্মীয় সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি। খবর বিবিসির।

একই দিন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি ফুটবল স্টেডিয়ামে হাজারো মানুষের এক সমাবেশে যোগ দেন পোপ ফ্রান্সিস।

পোপ তিন দিনের এক সফরে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া রয়েছেন। গতকাল সকালে ঐতিহাসিক ইসতিকলাল মসজিদ পরিদর্শন ও বিকেলে ফুটবল স্টেডিয়ামে আন্তধর্মীয় সমাবেশে তার

যোগদান এ সফরের প্রধান দুই কর্মসূচি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close