আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ সেপ্টেম্বর, ২০২৪

ইতালির উপকূলে নৌকাডুবি ২১ অভিবাসী নিখোঁজ

ইতালির যাওয়ার পথে সাগরে নৌকা ডুবে শিশুসহ ২১ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। বুধবার লাম্পেদুসা দ্বীপের কাছে এ ঘটনা ঘটেছে। উদ্ধারকারীরা তাৎক্ষণিক ৭ জনকে জীবিত উদ্ধার করেছে। খবর আল-জাজিরার।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, লাম্পেদুসা দ্বীপের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১০ নটিক্যাল মাইল সাগরে একটি আধা ডোবানো নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়। যারা উদ্ধার হয়েছে, তারা সবাই সিরিয়ার নাগরিক।

কোস্টগার্ড জানায়, উত্তাল আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে গেছে। সাতজনকে তারা জীবিত উদ্ধার করতে পেরেছেন। তিন শিশুসহ অন্তত ২১ জন সাগরে হারিয়ে গেছেন।

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা উদ্ধারকারীদের জানিয়েছে, নৌকাটিতে তারা তিন শিশুসহ ২৮ জন ছিলেন এবং গত রবিবার লিবিয়া থেকে রওনা হয়েছিলেন। দলে সিরিয়া ও সুদানের নাগরিক ছিল।

ইতালিতে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) দপ্তরের প্রধান চিয়ারা কার্ডোলেটি এক্স পোস্টে জানান, নৌকায় থাকা জীবিতরা সংকটজনক অবস্থায় ছিলেন। তারা সাগরে আত্মীয়স্বজনদের হারিয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের ল্যাম্পেদুসা শহরে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে নৌবাহিনীর জাহাজ ও কপ্টার মোতায়েন রয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার ইতালীয় কার্যালয় জানিয়েছে, সুদানের যেসব লোক নৌকায় ছিল, যা ত্রিপোলির পশ্চিমে সাবরাথা বন্দর থেকে রওনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close