আন্তর্জাতিক ডেস্ক
গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ থেকে গ্রেটাকে গ্রেপ্তার
সুইডিশ জলবায়ু ও পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে বুধবার ডেনিশ পুলিশ গ্রেপ্তার করেছে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গাজা যুদ্ধের বিরুদ্ধে একটি বিক্ষোভ সমাবেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই বিক্ষোভের আয়োজনকারী ছাত্র সংগঠন স্টুডেন্টস এগেইনস্ট দ্য অকুপেশনের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
পুলিশের একজন মুখপাত্র গণমাধ্যমে বলেছেন, কোপেনহেগেন ইউনিভার্সিটিতে একটি বিক্ষোভ সমাবেশ থেকে ৬ জনকে আটক করা হয়। বিক্ষোভকারীরা একটি ভবনের প্রবেশপথ অবরুদ্ধ করে রেখেছিল। এ ছাড়া ৩ জন ওই ভবনে প্রবেশ করছিল।
পুলিশ গ্রেপ্তারকৃতদের পরিচয় জানাতে অস্বীকার করে। তবে স্টুডেন্টস এগেইনস্ট দ্য অকুপেশনের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে আটকদের মধ্যে থুনবার্গও রয়েছেন।
ডেনিশ টেলিভিশন টিভিটুতে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ২১ বছর বয়সি একজনকে একটি পুলিশ ভ্যানের পেছনে রাখা হয়েছে।
এদিকে বুধবার সকালে থুনবার্গ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওতে বলেছেন, ‘আমি এবং শিক্ষার্থীরা দখলদারিত্বের বিরুদ্ধে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে আছি।’
তিনি আরো বলেছেন, ‘পুলিশকে ডাকা হয়েছে। তারা সহিংসভাবে অ্যাসল্ট রাইফেল নিয়ে ভবনে প্রবেশ করেছে। আমরা স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সবাইকে বের করে দিয়েছে।’
আরেকটি ভিডিওতে থুনবার্গ বলেছেন, ‘শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে।’
গত বছরের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোয় বিক্ষোভ সমাবেশ হয়েছে। ডিসেম্বরে থুনবার্গ ইসরায়েলি বাহিনীর নৃশংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেন। তিনি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করেন।
প্রায় ১১ মাস ধরে চলা গাজা যুদ্ধে এ পর্যন্ত ৪০ হাজার ৬৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতের বেশির ভাগই নারী এবং শিশু ছিল।
"