আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ সেপ্টেম্বর, ২০২৪

ইস্তাম্বুলে ‘মোসাদের আর্থিক নেটওয়ার্ক প্রধান’ গ্রেপ্তার

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধানকে গ্রেপ্তার করেছে তুরস্ক। মঙ্গলবার ইস্তাম্বুল পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লিরিডন রেক্সহেপি।

আনাদোলু সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, লিরিডন রেক্সহেপি তুরস্কে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করতেন। মোসাদের নির্দেশে তিনি ফিলিস্তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে ড্রোন নজরদারি এবং মনস্তাত্ত্বিক বিভিন্ন অভিযান পরিচালনা করতেন।

তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) জানায়, রেক্সহেপির অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের ব্যাপারে নজরদারি ছিল। এতে দেখা যায়, যেসব এজেন্ট সিরিয়া সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দিত, তাদের কাছে টাকা পাঠানো হতো রেক্সহেপির অ্যাকাউন্ট থেকে। গত ২৫ আগস্ট লিরিডন রেক্সহেপি তুরস্কে প্রবেশ করে। তারপর থেকেই তার কার্যক্রম ট্র্যাক করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close