আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ সেপ্টেম্বর, ২০২৪

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ফিলিপাইনের নারী মেয়র গ্রেপ্তার

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ফিলিপাইনের সাবেক মেয়র অ্যালিস গুয়ো। কয়েক সপ্তাহ পলাতক থাকার পর তাকে মঙ্গলবার ইন্দোনেশিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।

ফিলিপাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালিস গুয়োর বিরুদ্ধে গত জুলাইয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত শুরুর পরই লাপাত্তা হন তিনি। তাকে গ্রেপ্তারে চারটি দেশে তৎপরতা চালানো হয়। অবশেষে ইন্দোনেশিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানায়, রাজধানী জাকার্তার পশ্চিম সীমান্ত থেকে মঙ্গলবার সন্ধ্যায় অ্যালিসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সম্ভবত মালয়েশিয়া ও সিঙ্গাপুর হয়ে নৌকাযোগে ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close