আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

ইন্দোনেশিয়ায় সফরে পোপ ফ্রান্সিস

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সফরে এসেছেন রোমান ক্যাথলিক প্রধান পোপ ফ্রান্সিস। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঐতিহাসিক সফরের অংশ হিসেবে জাকার্তায় গেছেন তিনি। খবর বিবিসির।

পোপ ফ্রান্সিস এই প্রথম বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া সফর করছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাকার্তার শোকর্ণ-হাত্তা বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

১২ দিনের এ সফরে পোপ ফ্রান্সিস ইন্দোনেশিয়ার পর পাপুয়া নিউ গিনি, তিমুর ও সিঙ্গাপুর সফর করবেন। এই সফরে তিনি আন্তধর্মীয় সম্প্রীতির দিকে মনোনিবেশ করবে বলে আশা করা হচ্ছে।

৮৭ বছর বয়সি পোপ সম্প্রতি স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগেছেন এবং কিছুদিন তাকে হুইলচেয়ারও ব্যবহার করতে দেখা গেছে। তা সত্ত্বেও ম্যারাথন সফরে নেমেছেন পোপ। ইন্দোনেশিয়া সফরকালে পোপ ফ্রান্সিস জাকার্তার সবচেয়ে বড় মসজিদ পরিদর্শন করবেন এবং বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া জাকার্তায় ৭০ হাজার মানুষের একটি সম্প্রীতি সম্মেলনে বক্তব্য দেবেন পোপ। সমাবেশে দেশটিতে থাকা খ্রিস্টানদের পাশাপাশি মুসলিমরাও থাকবে।

এই সমাবেশে ইন্দোনেশিয়ার মুসলিমদের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে তৈরি হওয়া দ্বন্দ্ব-বিভেদ প্রশমনের চেষ্টা করবেন তিনি। ইন্দোনেশিয়ার জনসংখ্যার ৮৭ ভাগই মুসলিম। মাত্র ৩ ভাগ রয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের। এশিয়া বিশ্বের মাত্র কয়েকটি স্থানের মধ্যে একটি, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে ক্যাথলিক চার্চ বাড়ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close