আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর, ২০২৪
২৭ বছর পর আদমশুমারির আয়োজন ইরাকের
২৭ বছর পর প্রথমবারের মত আদমশুমারি করা হবে ইরাকে, এর জন্য আগামী নভেম্বরে দুই দিনের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
এ ছাড়া এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি রবিবার জানিয়েছে, ‘জনসংখ্যা শুমারির জন্য আগামী ২০ এবং ২১ নভেম্বর ইরাকের সমস্ত প্রদেশে কারফিউ জারি করা হবে।’ খবর আল-জাজিরা।
দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আদমশুমারির আগে পরিসংখ্যানগত কর্মীদের প্রশিক্ষণের জন্য কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সঙ্গে সমন্বয় চূড়ান্ত করাসহ বিভিন্ন ব্যবস্থা অনুমোদন করা হয়েছে। এ ছাড়া কর্মীদের প্রশিক্ষণের জন্য শ্রেণিকক্ষ এবং যুব কেন্দ্র প্রদানের জন্য একাধিক মন্ত্রণালয় থেকে সহায়তা পাওয়া যাবে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন