আন্তর্জাতিক ডেস্ক
এমপক্সে আক্রান্তের সংখ্যা বাড়ছে পাকিস্তানে, দেশজুড়ে আতঙ্ক
পাকিস্তানে বাড়ছে ভয়াবহ ভাইরাস এমপক্সের সংক্রমণ। ২৪ ঘণ্টা না পেরুতেই রোববার দেশটিতে আরো এক জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
স্থানীয় সময় রবিবার পেশোয়ারে চতুর্থ ব্যক্তির দেহে এমপক্সের সংক্রমণ শনাক্ত হযেছে, এতে করে দেশটিতে এমপক্সে আক্রান্তের সংখ্যা পাঁচজনে দাঁড়াল বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।
রবিবার খাইবার পাখতুনখোয়ার জনস্বাস্থ্য পরিচালক ড. ইরশাদ আলী রোঘনি এ নতুন সংক্রমণের তথ্য জানান।
এমপক্স ভাইরাসের প্রথম তিনটি ঘটনাও পেশোয়ারে পাওয়া গেছে এবং চতুর্থটি গতকাল এ শহরেই নিশ্চিত করা হয়েছে। এতে করে পেশোয়ার শহরটি এ ভাইরাসের হটস্পট হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভীতি ছড়িয়ে পড়েছে শহরটিতে।
ডা. ইরশাদ জানান, পেশোয়ার বিমানবন্দরে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাকে বিশেষ মেডিকেল টিমের মাধ্যমে হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল আছে বলেও জানান তিনি।
রবিবার যে ব্যক্তির এমপক্স শনাক্ত হয়েছে তিনি গালফ অঞ্চলের একটি দেশ থেকে এসেছিলেন। ৪৭ বছর বয়সি এই ব্যক্তিকে গত ২৯ আগস্ট সীমান্ত স্বাস্থ্য সেবার কর্মীরা আলাদা করে রাখেন। এখন শঙ্কা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ থেকে আসা মানুষের মাধ্যমে আরও মানুষ এমপক্সে আক্রান্ত হতে পারেন।
পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে দেশটিতে প্রথম এমপক্স শনাক্ত করা হয়েছিল তার ধরন ক্লেড ২।
গত আগস্টে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এমপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরে এর প্রাদুর্ভাব বাড়তে থাকায় এবং প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়লে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
"