আন্তর্জাতিক ডেস্ক
পোপ ফ্রান্সিস ইন্দোনেশিয়া সফরে ঐতিহাসিক ইসতিকলাল মসজিদ পরিদর্শনে যাবেন
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২ দিনের সফরে পোপ আন্তধর্মীয় সম্প্রতি জোরদার করার অংশ হিসেবে জাকার্তায় ওই মসজিদটি পরিদর্শনে যাবেন। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আগামী সপ্তাহে তার ইন্দোনেশিয়া সফরে রাজধানী জাকার্তায় ঐতিহাসিক ইসতিকলাল মসজিদ পরিদর্শনে যাবেন। একটি সুড়ঙ্গের (টানেল) মাধ্যমে নগরীর ক্যাথলিক ক্যাথেড্রালের সঙ্গে এ মসজিদের সংযোগ রয়েছে।
স্থাপত্য নৈপুণ্যের অপূর্ব নিদর্শন ইসতিকলাল মসজিদের সঙ্গে ‘আওয়ার লেডি অব দ্য আজাম্পশন’ ক্যাথেড্রালের সংযোগ স্থাপনকারী সুড়ঙ্গ ‘টানেল অব ফ্রেন্ডশিপ’ ২৮ দশমিক ৩ মিটার দীর্ঘ। ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে ২০২০ সালে ইন্দোনেশিয়া সরকার সুড়ঙ্গটি নির্মাণ করে। গত ১১ বছরের শাসনকালে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান গুরু পোপ ফ্রান্সিসও তার বিভিন্ন সফরে আন্তধর্মীয় সম্প্রীতি রক্ষা বিষয়ে জোর দিয়ে আসছেন।
স্থাপত্য নৈপুণ্যের অপূর্ব নিদর্শন ইসতিকলাল মসজিদের সঙ্গে ‘আওয়ার লেডি অব দ্য আজাম্পশন’ ক্যাথেড্রালের সংযোগ স্থাপনকারী সুড়ঙ্গ ‘টানেল অব ফ্রেন্ডশিপ’ ২৮ দশমিক ৩ মিটার দীর্ঘ। ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে ২০২০ সালে ইন্দোনেশিয়া সরকার সুড়ঙ্গটি নির্মাণ করে।
বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া সফরে পোপ ফ্রান্সিস (৮৭) মঙ্গলবার জাকার্তায় পৌঁছাবেন। এর মধ্য দিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ওই দীর্ঘতম সফর শুরু করছেন তিনি। সফরে পাপুয়া নিউগিনি, ইস্ট তিমুর ও সিঙ্গাপুরেও যাবেন তিনি। তবে এ দীর্ঘ সফর তার ক্রমবর্ধমান স্বাস্থ্যসমস্যা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।
ইসতিকলাল মসজিদ পরিদর্শনকালে একটি আন্তধর্মীয় বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে পোপ ফ্রান্সিসের।
"