আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গোলিয়াকে ইউক্রেনের আহ্বান পুতিনকে গ্রেপ্তার করতে
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই আগামী সপ্তাহে মঙ্গোলিয়ায় সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই সফরেই পুতিনকে গ্রেপ্তারের জন্য মঙ্গোলিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশে সফর করতে যাচ্ছেন পুতিন। ইতিমধ্যে পুতিনের এই সফরকে ঘিরে সারা বিশ্বে শুরু হয়েছে নানা আলোচনা।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।
সাধারণত রোম চুক্তি অনুযায়ী, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা আইসিসির সদস্য যেকোন রাষ্ট্রে পা রাখলে গ্রেপ্তারের শংকা রয়েছে। তবে আদালত কোনো দেশকে এ বিষয়ে চাপ প্রয়োগ করতে পারে না। আর তাই মঙ্গোলিয়ার পা রাখার পর পুতিন গ্রেপ্তার হতে পারেন কি না, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
"