আন্তর্জাতিক ডেস্ক

  ০১ সেপ্টেম্বর, ২০২৪

জাপানে বাসাবাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যু ৪০ হাজার

নিজের বাড়িতেই মারা গিয়েছেন, কিন্তু কেউ জানেনই না। মরদেহ উদ্ধার হল কয়েকদিন পর। এমনই পরিস্থিতি দেখা যাচ্ছে এশিয়ার উন্নত দেশ জাপানে। চলতি বছরের প্রথমার্ধে দেশটিতে বাসা-বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন ৪০ হাজার মানুষ। জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। খবর বিবিসি।

ন্যাশনাল পুলিশ এজেন্সি তথ্যমতে, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের প্রথমার্ধ পর্যন্ত মোট ৩৭ হাজার ২২৭ জন একাকী বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে, যাদের বয়স ৬৫ এবং ৭০ এর বেশি ছিল।

পুলিশ রিপোর্টে দেখা গেছে, একাকী মারা যাওয়া এসব মানুষের মধ্যে প্রায় ৪ হাজার জনের মরদেহ মৃত্যুর এক মাসেরও বেশি সময় পরে আবিষ্কৃত হয়েছিল। এ ছাড়া ১৩০ জনের মৃতদেহ খুঁজে পাওয়ার আগে তারা এক বছর ধরে নিখোঁজ ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close