আন্তর্জাতিক ডেস্ক
খারকিভে বহুতল ভবন, খেলার মাঠসহ রুশ হামলা, নিহত ৭
খারকিভ শহরে খেলার মাঠ ও বহুতল ভবনে হামলা চালিয়েছে রুশবাহিনী * আহতদের মধ্যে প্রায় ২০ জনের অবস্থা গুরুতর জানিয়েছেন আঞ্চলিক গভর্নর
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ শহরে একটি খেলার মাঠ ও আবাসিক বহুতল ভবনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছে শিশুসহ অন্তত সাতজন এবং আহত হয়েছে কমপক্ষে ৭৭ জন।
স্থানীয় সময় শুক্রবার এ হামলার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিহতদের মধ্যে ১৪ বছর বয়সি এক কিশোরীও রয়েছে। শহরের মেয়র ইহোর তেরেখভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছিলেন যে খেলার মাঠে একজন শিশু নিহত হয়েছে।
রুশ হামলার ফলে আবাসিক ১২তলা একটি ভবনে আগুন লেগে যায়। ধ্বংসস্তূপ থেকে একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এতে করে হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাত জনে পৌঁছেছে বলে জানান শহরের মেয়র।
আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, ‘আহতদের মধ্যে প্রায় ২০ জনের অবস্থা গুরুতর।’
ভবনের এক পাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন ছিল, এ ছাড়া ওপরের অনেক তলায় আগুন জ্বলছিল। হামলায় সৃষ্ট আগুনে বাইরে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ এবং আশেপাশের অঞ্চলে দীর্ঘদিন ধরেই হামলা চালিয়ে আসছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার বেলগোরোড অঞ্চলে বিমান থেকে উৎক্ষেপণ করা পাঁচটি এরিয়াল গাইডেড বোমা হামলা চালানো হয়েছে। এই বোমাগুলো গ্লাইড বোমা নামেও
পরিচিত।
প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া তার দেশের ‘সাধারণ জনগণের’ ওপর হামলা করছে। তিনি বলেন, ইউক্রেন যদি রুশ সামরিক ঘাঁটিতেই রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে, তবে এসব হামলা ঠেকানো যাবে। তবে রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।
"